আজকে আমরা হিসাববিজ্ঞানের হিসাবনামা ২য় পর্বে আলোচনা করবো আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণিবিভাগ নিয়ে। গতদিন আমরা আলোচনা করেছি হিসাব, হিসাবের ছক এবং সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণিবিভাগ নিয়ে। যারা মিস করেছেন তারা তাদেরকে পর্ব- ১ পড়ার আমন্ত্রণ রইল।
আধুনিক পদ্ধতিতে হিসাব ৫ প্রকার। যথাঃ
১। সম্পদঃ কোন কিছুর বিনিময়ে অর্জিত কোন বিষয় যা থেকে ব্যবসায় প্রতিষ্ঠান ভবিষ্যতে সুবিধা পাবে তাকেই সম্পদ বলে। যেমনঃ নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব (দেনাদার), প্রাপ্য বিল, সমাপনী মজুদপণ্য, বিনিয়োগ, অগ্রিম খরচাবলি, বকেয়া আয়সমূহ, যন্ত্রপাতি, আসবাবপত্র, দালানকোঠা, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি। এসব সম্পদের আবার প্রকারভেদ আছে যা আমরা অন্য কোন পর্বে আলোচনা করবো।
২। দায়ঃ প্রতিষ্ঠানের মোট সম্পদের ওপর মালিক ব্যাতিত অন্যকোন পক্ষ বা তৃতীয় পক্ষের দাবি বা পাওনাকে দায় হিসাব বলে। যেমনঃ প্রদেয় হিসাব (পাওনাদার), প্রদেয় বিল, ঋণ, বন্ধকি ঋণ, ঋণপত্র (প্রদেয় বন্ড), প্রদেয় কর, প্রদেয় লভ্যাংশ, অনার্জিত আয় (অগ্রিম আয়), বকেয়া / অনাদায়ী ব্যয় ইত্যাদি।
প্রতিষ্ঠানের দায়কে বহিঃদায়, তৃতীয় পক্ষ্যের দায় ইত্যাদি নামে অভিহিত করা হয়।
৩। মালিকানাস্বত্বঃ প্রতিষ্ঠানের মোট সম্পদের ওপর মালিকের দাবি / পাওনা বা অধিকারকে মালিকানাস্বত্ব বলে। যেমনঃ মূলধন হিসাব, নীট আয় ইত্যাদি।
মালিকানাস্বত্বকে মালিকের দাবি, অন্তঃদায়, নিট সম্পদ, অভ্যন্তরীণ দায়, ইকুইটি, স্বত্বাধিকার ইত্যাদি নামে ডাকা হয়। (কানে কানে বলে দিলাম এইগুলো প্রত্যেকটা নামই গুরুত্বপূর্ণ। সবগুলো থেকে প্রশ্ন হয়।)
৪। আয়ঃ প্রতিষ্ঠান বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে যা অর্জন করে তাকে আয় হিসাব বলে। যেমনঃ বিক্রয়, সেবা আয়, সুদ প্রাপ্তি, শিক্ষানবিশ সেলামী, প্রাপ্ত কমিশন ইত্যাদি।
আয় হিসাবকে রাজস্ব হিসাব নামেও অভিহিত করা হয়।
৫। ব্যয়ঃ আয় অর্জনের জন্য নির্দিষ্ট হিসাবকালে সংঘটিত হিসাবকেই ব্যয় বলে। যেমনঃ ক্রয়, বিক্রিতপণ্যের ব্যয়, অবচয়, অবলোপন, বেতন, ভাড়া, সুদ, কমিশন, অনাদায়ী পাওনা/ অনাদায়ী দেনা/ কু -ঋণ ইত্যাদি।
হিসাবের ডেবিট- ক্রেডিট এবং জের নির্ণয়ঃ
আমরা জানি আধুনিক পদ্ধতিতে হিসাব ৫ প্রকার। আমরা এবার এদেরকে ২ টা সমান ভাগে ভাগ করবো। হ্যা, আর এই জন্য আমাদের হিসাব প্রয়োজন হবে ৬ টা। যার জন্য আমরা একটা নতুন হিসাব নিয়ে আসবো। সেই হিসাবটি হলো উত্তোলন। এবার আমাদের সম্পদ, দায়, মালিকানাস্বত্ব, আয়, ব্যয় এবং উত্তোলন এই ৬ টা হিসাবকে ২ ভাগে ভাগ করবো।
হিসাবগুলোকে আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুইভাবে ভাগ করে ফেলেছি। হলুদগুলো হচ্ছে টিম ব্রাজিল যেখানে আছে সম্পদ, ব্যয় এবং উত্তোলন। অপরদিকে নীল দলে আছে আর্জেন্টিনা। এই দলে আছে দায়, আয় এবং মালিকানা স্বত্ব। ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবল মাঠে যেমন সম্পর্ক এদের দুই দলের মাঝেও তেমন সম্পর্ক বিদ্যমান। যেমনঃ
· সম্পদ, ব্যয় এবং উত্তোলন বৃদ্ধি পেলে – ডেবিট, হ্রাস পেলে – ক্রেডিট হয়। (এদের স্বাভাবিক জের ডেবিট হয়)
· আয়, দায় এবং মালিকানাস্বত্ব বৃদ্ধি পেলে – ক্রেডিট, হ্রাস পেলে – ডেবিট হয়। (এদের স্বাভাবিক জের ক্রেডিট হয়)
অর্থাৎ, এক গ্রুপ এইদিকে গেলে আরেক গ্রুপ ঐ দিকে যায়। একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের সম্পর্ক বিপরীত। তাই আপনাদের এই ২টা গ্রুপ কোনটা বৃদ্ধি পেলে কি হবে এবং কোনটা হ্রাস পেলে কি হবে সেটা খুবভালো মত মনে রাখতে হবে। এই জিনিসটা মনে রাখা আপনার হিসাববিজ্ঞানে ভালো হবার পূর্বশর্ত। তাই এগুলো নিয়ে যাদের সমস্যা আছে এখনও তারা এই পোস্টটা পড়ার পর ৫ বার খাতায় লিখবেন। দেখবেন আর ভুলবেন না। সেই সাথে এগুলো নিয়ে এমন প্রস্তুতি নিবেন যাতে করে আপনার সামনে যদি কোন প্রশ্ন আসে বা কেউ জিজ্ঞাসা করে তবে ২ সেকেন্ডের মধ্যে যেন বলতে পারেন যে কোন হিসাব বৃদ্ধি পেলে কি হবে আর হ্রাস পেলে কি হবে।
আজকে যা শেখানো হলো এবং এর পরের পর্বে যা শেখানো হবে এই ২ টা পর্ব আপনি ভালোমত আয়ত্ত করতে পারলে আপনার জাবেদা এবং রেওয়ামিল শেখা হয়ে যাবে। কিভাবে হবে আমিই সেটা দেখাবো। তাই সেভাবে এটা শিখতে হবে আমি বার বার বলছি।
আজকে যা শিখলাম এখান থেকে কি কোন এম সি কিউ প্রশ্ন আসে?
জি অবশ্যই আসে।। যেমন দেখেন –
ঢাকা বিশ্ববিদ্যালয়ঃ ২০২১- ২২ (এই বছরে যে পরীক্ষা হয়ে গেল)
প্রশ্নঃ সাধারণত ডেবিট ব্যালেন্স থাকা হিসাবগুলো -
(ক) সম্পদ, ব্যয় এবং আয়
(খ) সম্পদ, দায় এবং মালিকের উত্তোলন
(গ) সম্পদ, ব্যয় এবং মালিকানাস্বত্ব
(ঘ) সম্পদ, মালিকের উত্তোলন এবং ব্যয়
এই যে দেখেন। এটা শুধু উদহারণ হিসাবে দেখালাম। প্রতিবছর এই আজকের আলোচনার বিষয় থেকে এইচ এস সি এবং এডমিশন টেস্ট পরীক্ষায় প্রশ্ন আসেই।
আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ তাই এখান থেকে গুরুত্বপূর্ণ অংশ নোট করে রাখবেন। আর এর পরের পর্বে আমরা আলোচনা করবো বিপরীত হিসাব নিয়ে। সেইটা আবার আরেক মজার জিনিস। যা আপনার অনেক সমস্যাকে সমাধান করে দিবেন। সবাই ভালো থাকবেন, পরের পর্বে আমন্ত্রণ।
You must be logged in to comment on this post. Login or Register