হিসাববিজ্ঞানের হিসাবনামাঃ পর্ব- ৩

  • Home
  • হিসাববিজ্ঞানের হিসাবনামাঃ পর্ব- ৩

হিসাববিজ্ঞানের হিসাবনামাঃ পর্ব- ৩

হিসাববিজ্ঞানের হিসাবনামাঃ পর্ব- ৩<

 

পর্ব -৩ এ সবাইকে স্বাগতম। আচ্ছা ভাই এবং বোনেরা বলেন তো, অবচয় সঞ্চিতি কি হিসাব? বা ধরেন ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, কু- ঋণ সঞ্চিতিই বা কি হিসাব? আমি জানি এই জিনিসগুলো দেখলেই আপনাদের মাথা হয়ে যায় খারাপ। সম্পদ, দায়, মালিকানাস্বত্ব, আয়, ব্যয় হিসাবগুলো ধরতে পারলেও এগুলো কি হিসাব আর মাথায় আসেনা। আর এই হিসাবগুলো মাথায় আসেনা বলেই আমরা আটকে যাই। আর তখনই হিসাববিজ্ঞানটা হয়ে যায় কঠিন। আজকের এই পর্ব মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইল। এরপর অনেক কিছু এবং অনেক কিন্তুর উত্তর আশাকরি খুঁজে পাবেন। তো এবার আসল কথায় যাওয়া যাক। আজকে আমরা জানবো বিপরীত হিসাব সম্পর্কে। এই বিপরীত হিসাবকে আবার আদর করে প্রতি হিসাবও বলা হয়। এখানেই শেষ না, ইংরেজিতে এই বিপরীত বা প্রতি হিসাবকে আবার বলা হয় কন্ট্রা হিসাব (Contra)। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? যা বিপরীত হিসাব তাই আবার প্রতি হিসাব এবং কন্ট্রা হিসাব। সবগুলো একই জিনিস।

 তাহলে এই বিপরীত হিসাব আবার কি?

যে হিসাব তার সাথে সংশ্লিষ্ট অপর একটি হিসাবের জেরকে হ্রাস করে তাকে ঐ হিসাবের বিপরীত বা প্রতি হিসাব বলা হয়।

এইটা আবার কেমন কথা হলো? সবইতো মাথার ওপর দিয়ে গেল ভাই। আচ্ছা দাঁড়ান মাথার নিচে নামানোর ব্যবস্থা করছি। 

এই ধরেন, বিক্রয় একটি হিসাব। বিক্রয় কোন ধরণের হিসাব? হ্যাঁ, ঠিকই ধরেছেন, বিক্রয় একটি আয় হিসাব। তাহলে বিক্রয়ের সাথে জড়িত বা সংশ্লিষ্ট একটি হিসাব বিক্রয় ফেরত, যা বিক্রয় হিসাব থেকে বাদ দিয়ে নিট বিক্রয় নির্ণয় করতে হয়। তাই বিক্রয় ফেরত একটি বিপরীত বা প্রতি হিসাব হবে। কারণ, বিক্রয় যেহেতু একটি আয় হিসাব এই আয় হিসাবকে বিক্রয় ফেরত নামক একটি হিসাব জন্মগ্রহণ করে তার (বিক্রয়ের) জেরকে হ্রাস করছে। তাই এই বিক্রয় ফেরত বা আন্তঃ ফেরত হিসাবকে একটি প্রতি / বিপরীত আয় হিসাব বলা হয়। এবার এই ব্যাপারটা উপরের বিপরীত হিসাবের সংজ্ঞার সাথে মিলান, দেখবেন ব্যাপারটা মাথার ওপর থেকে নিচে নেমে গেছে।

এখন আসেন তাহলে। এই বিপরীত হিসাব আবার কত প্রকার? তার আগে বলেন ভাই, হিসাব কত প্রকার? উত্তরঃ ৫ প্রকার। আচ্ছা, তাহলে এই ৫ প্রকার হিসাবের আগে একটা বিপরীত লাগাই দেন, তাহলে বিপরীত হিসাবের প্রকারভেদ পেয়ে যাবেন। তার মানে এই বিপরীত হিসাবও আবার ৫ প্রকার।

 

১। বিপরীত সম্পদ

  •            পুঞ্জীভূত অবচয় / অবচয় সঞ্ছিতি / ক্রমযোজিত অবচয়, প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিত/ দেনাদার বাট্টা সঞ্চিতি, কু-ঋণ সঞ্ছিতি ইত্যাদি।
  •          ক্রেডিট উদ্বৃত্ত / জের প্রকাশ করে।

 

২। বিপরীত দায়

  •            পাওনাদার বাট্টা সঞ্ছিতি, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, বন্ডের অবহার ইত্যাদি।
  •            এই হিসাব ডেবিট উদ্বৃত্ত / জের প্রকাশ করে।

৩। বিপরীত মালিকানাস্বত্ব হিসাব

  •            উত্তোলন হিসাব, লভ্যাংশ, ট্রেজারি স্টক।
  •           ডেবিট জের প্রকাশ করে।

৪। বিপরীত আয়

  •           বিক্রয় বাট্টা, বিক্রয় ফেরত।
  •           ডেবিট জের প্রকাশ করে।

৫। বিপরীত ব্যয়

  •            ক্রয় ফেরত, ক্রয় বাট্টা।
  •          ক্রেডিট জের প্রকাশ করে।

 

** এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে, উত্তোলন হচ্ছে একটি বিপরীত মালিকানাস্বত্ব হিসাব। কিন্তু আমাদের এইচ এস সি পরীক্ষায় অনেকবার এম সি কিউ প্রশ্ন এসেছে যে, উত্তোলন কোন ধরণের হিসাব? এই প্রশ্নে বিপরীত মালিকানাস্বত্ব হিসাব অপশনে ছিল না। এমতবস্থায় উত্তর করতে হবে মালিকানাস্বত্ব হিসাব। 

এবার আমরা বিপরীত হিসাবের জের নিয়ে একটু আলোচনা করি। নাম যেহেতু বিপরীত তাই এর কাজও হবে বিপরীত। যেমন সম্পদ ডেবিট জের প্রকাশ করে। যা আমরা গত পর্বে জেনেছি। কিন্তু আপনাকে যদি বলে যে, বিপরীত সম্পদ কোন জের প্রকাশ করে? তাহলে তা হবে ক্রেডিট জের মানে সম্পদের বিপরীত কাজ করবে। এক নজরে একটু হিসাব এবং বিপরীত হিসাবগুলোর জের দেখে নিই।

সম্পদ, ব্যয়

বিপরীত সম্পদ, বিপরীত ব্যয়

আয়, দায়, মালিকানাস্বত্ব

বিপরীত আয়, বিপরীত দায় ও বিপরীত মালিকানাস্বত্ব

ডেবিট জের প্রকাশ করে

ক্রেডিট জের প্রকাশ করে

ক্রেডিট জের প্রকাশ করে

ডেবিট জের প্রকাশ করে

 

এতক্ষণ পর্যন্ত যা জ্ঞান দিলাম এই জ্ঞানটুকু মাথায় রাখার পাশাপাশি একটু আপনার নোট খাতায় স্থান করে নেন ভাই ও বোনেরা। কারণ আজ পর্যন্ত যত প্রকার হিসাববিজ্ঞানের প্রশ্ন হয়েছে (এইচ এস সি এবং এডমিশন) সবগুলোতেই কমপক্ষে একটা এম সি কিউ এখান থেকে এসেছেই। শুধু তাই না আপনি এগুলো একটু শিখে রাখেন আমি এই হিসাব এবং বিপরীত হিসাব দিয়েই আপনাদের হিসাববিজ্ঞানের ৮০% কিভাবে শেষ করা যায় তা দেখাবো। পর্বগুলো ভালোমত ফলো করেন ম্যাজিক সামনে বাকি। সামনে পর্বে আমরা এই হিসাবগুলো নিয়েই আরো খেলবো। সামনে পর্বে আমরা এই হিসাবগুলোকে আবার অন্য একটা ভাগে ভাগ করবো যা আরো অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের সবার সেই খেলা দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, সেই খেলা ২৪ তারিখের আগেই হবে, কথা দিলাম। সবাই ভালো থাকবেন। আর ব্লগে কিন্তু কমেন্ট করা যায় ফেসবুকের মত। নিচে দেখবেন অপশন আছে। কিছু শিখতে পারছেন কিনা বা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন।

 

 

6 Comments | 718 Views

You must be logged in to comment on this post. Login or Register