এইচএসসি পরীক্ষা শেষে কি ঠিকানা হবে কোথায়?

  • Home
  • এইচএসসি পরীক্ষা শেষে কি ঠিকানা হবে কোথায়?

এইচএসসি পরীক্ষা শেষে কি ঠিকানা হবে কোথায়?

এইচএসসি পরীক্ষা শেষে কি ঠিকানা হবে কোথায়?<

এইচএসসি পরীক্ষা শেষ? দেশে এডমিশন দিবেন নাকি বিদেশ যাবেন? চলুন এই দুই ব্যাপারে বিস্তারিত জেনে নিই তারপর ভেবে চিন্তে সঠিক সিদ্ধান্ত নিই।

 

🔴 এডমিশন টেস্ট পরীক্ষাঃ 

ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র ছাত্রীদের বিবিএ এবং আইবিএ থেকে পড়াশোনা করার পাশাপাশি অন্যান্য ইউনিট বা বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে। তবে আমি আজকে আপনাদের আইবিএ বিবিএ এবং শুধু বিবিএ নিয়ে অলোচনা করবো।আইবিএ বিবিএ এবং শুধু বিবিএ দুইটার প্রস্তুতি আলাদা আলাদা। আপনি যদি আইবিএর প্রস্তুতি নিতে চান তাহলে আপনাকে গণিত,ইংরেজি এবং এ্যানালিটিক্যাল এবিলিটি এই তিন বিষয়ের প্রস্তুতি নিতে হবে। Dhaka University IBA BBA সিট সংখ্যা ১২০ টি। Jahangirnagar University IBA BBA সিট সংখ্যা ৫০ টি (ছেলে ২৫ - মেয়ে ২৫)। Army IBA BBA সিট সংখ্যা ৪০০/+- টি। Note: এই প্রস্তুতি নিয়ে আপনারা Bangladesh University of Professionals (BUP) তে পরীক্ষা দিতে পারবেন। সেখানে সিট সংখ্যা ৫০০/+- অপর দিকে শুধু বিবিএ বা আমরা সি ইউনিট হিসাবে যেটাকে জানি তার জন্য প্রস্তুতি আবার আলাদা ভাবে নিতে হবে। এটার জন্য আপনাকে বাংলা,ইংরেজি,হিসাববিজ্ঞান,ম্যানেজমেন্ট এবং ফিন্যান্স অথবা মার্কেটিং মোট ৫ টি বিষয়ের প্রস্তুতি নিতে হবে। Dhaka University BBA সিট সংখ্যা কোটা ছাড়া ৮৫৬/+- Rajshahi university BBA + IBA সিট সংখ্যা ৩৮০/+- Note: Rajshahi university তে আইবি বিবিএ + শুধু বিবিএ এর পরীক্ষার সিলেবাস সেইম। Jahangirnagar University BBA সিট সংখ্যা ২০০ (ছেলে ১০০ - মেয়ে ১০০) Chittagong University BBA সিট সংখ্যা ৪৪০/+- টি General Science and Technology University অর্থাৎ যেটাকে আমরা GST পরীক্ষা বলি সেটার BBA সিট সংখ্যা ৪৫০০/+- টি।

 

আইবিএর পরীক্ষা তুলনামূলক একটু কঠিন হয়। এমসিকিউ এবং রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হলেও আপনাকে ভাইবা ফেইস করতে হবে আর ভাইবা সম্পূর্ণ ইংরেজিতে হয়। ভাইবা খারাপ হলে সেখান থেকে বাদ পড়ার সম্ভবনা থাকে এবং ভাইবা থেকে বাদ দেওয়া হয় অনেককে। তাই যাদের ক্যাপাবিলিটি কম বা নতুন করে গণিত, এ্যানালিটিকাল এবিলিটি এসব পড়তে চান না তারা সি ইউনিট এর প্রস্তুতি নিতে পারেন এটাই আপনার জন্য তুলনামূলক সহজ এবং ভালো হবে বলে আশা করি।

 

🟠 বিদেশে উচ্চশিক্ষাঃ

আপনাদের মধ্যে অনেকেরই ইচ্ছা আছে দেশের বাহিরে পড়াশোনা করার। অনেকে আর্থিক সমস্যার কারণে পড়তে পারেন না আবার অনেকের স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার সুযোগ রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তথ্য না জানার কারণে কিভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না। আমি আপনাদেরকে বিদেশে উচ্চশিক্ষার জন্য কিছু তথ্য দিবো এবং কি কি যোগ্যতা বা কাগজ পত্র লাগবে তাও বলে দিবো। চলুন শুরু করা যাক।

প্রথমে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনি কি নিজের টাকায় পড়াশোনা করবেন নাকি স্কলারশিপ নিয়ে পড়তে চান। যদি নিজের টাকায় অর্থাৎ আপনার পরিবার আপনার পড়ালেখার খরচ বহন করবে তাহলে সেক্ষেত্রে আপনার অর্থ নিয়ে তেমন চিন্তার কারণ নেই। আর একটা কথা বলে রাখি ইউরোপ আমেরিকা যত চাকচিক্যময় আমরা দেখি সেটা কিন্তু ততটাই ব্যয়বহুল। তাই আপনার আর্থিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন।

নিজ খরচে পড়াশোনা করলেও যেসব যোগ্যতা প্রয়োজনঃ

1. Academic Result. 

2. IELTS,TOFEL or Duolingo.

এবার আসি স্কলারশিপ নিয়ে। বাহিরের দেশে স্কলারশিপ পাওয়ার জন্য আপনার কিছু যোগ্যতা লাগবে। তারা আপনার যোগ্যতার মাধ্যমে আপনাকে স্কলারশিপ প্রদান করবে। 1/ Good Academic Result. 2/ ECA ( Extra Curricular Activities). 3/ SAT (Scholastic Assessment Test). 4/ Essay. 5/ IELTS (English background hole lagbe na). 6/ Recommendation Letter. মোটামুটি এগুলো হলে চলবে। তবে এখানে যেসব রিকুয়ারমেন্ট লিখা আছে সেগুলো অত্যন্ত ভালো হতে হবে তা নাহলে আন্ডারগ্রেড এ স্কলারশিপ পাওয়া দুঃসাধ্য ব্যাপার।

নোটঃ কিছু দেশ আপনার একাডেমিক রেজাল্ট এর উপর ভিত্তি করে স্কলারশিপ প্রদান করে । তারা সর্বোচ্চ ইংরেজি দক্ষতার সার্টিফিকেট চায়। IELTS, TOFEL,Duolingo ইত্যাদি। সেসব দেশ হচ্ছেঃ চীন,ভারত,জাপান,দক্ষিণ কোরিয়া ইত্যাদি। আপনি কোনটাতে আগ্রহী নিচে আপনার মন্তব্য জানাবেন। কোনো কিছু ভুল হলে সংশোধন করে দিবেন এবং ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে পোস্টটা পড়ার জন্য। ইনশাআল্লাহ আবার আপনাদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হবো।

এই সুন্দর ব্লগ পোস্টটি লিখেছেনঃ 

মারুফ হাসান নাহিন
HSC - 2022 Batch

2 Comments | 551 Views

You must be logged in to comment on this post. Login or Register