হিসাববিজ্ঞানের হিসাবনামাঃ পর্ব- ৪

  • Home
  • হিসাববিজ্ঞানের হিসাবনামাঃ পর্ব- ৪

হিসাববিজ্ঞানের হিসাবনামাঃ পর্ব- ৪

হিসাববিজ্ঞানের হিসাবনামাঃ পর্ব- ৪<

আজকে আবারো হাজির হয়ে গেলাম পর্ব- ৪ নিয়ে। এতদিন আমরা হিসাব, হিসাবের প্রকারভেদ, হিসাবের জের, বিপরীত হিসাব নিয়ে কিছু জানলাম। আজকে আবারো আমরা হিসাবকে খণ্ড খণ্ড করবো মানে হিসাবকে ভাগ করবো। ঐ যে ৫ প্রকার হিসাব দেখেছি আমরা এই ৫ প্রকার হিসাবকে আজকে আমরা আবারো ২ ভাগে ভাগ করবো। একটা হিসাবের নাম হবে স্থায়ী হিসাব এবং আরেক প্রকারের নাম হবে অস্থায়ী হিসাব। তাহলে এখন প্রশ্ন হল, ভাই স্থায়ী হিসাব আবার কি জিনিস এবং অস্থায়ী হিসাব আবার কি জিনিস। ভাই, একটু অপেক্ষা করেন বলছি।

 

স্থায়ী হিসাবঃ হিসাবকাল শেষে সমাপনী দাখিলা/ জাবেদার মাধ্যমে যে হিসাবসমূহের জের শূন্য করা হয় না বা বন্ধ করা হয় না তাই স্থায়ী হিসাব। এসকল হিসাবের জের বন্ধ না করে পরবর্তী হিসাব বছরে স্থানান্তর করা হয়। আচ্ছা বুঝছি ব্যাপারটা এবার। তাহলে এই হিসাবগুলো কোনগুলো??

হ্যাঁ, সকল প্রকার সম্পদ হিসাব, বিপরীত সম্পদ হিসাব, দায় হিসাব, বিপরীত দায় হিসাব এবং মালিকানাস্বত্ব হিসাবগুলোকে স্থায়ী হিসাব বলা হয়। যেহেতু আগের পর্বে এই সকল হিসাব সম্পর্কে আমরা জেনেছি, তাই আশাকরি এখন আর আমাদের স্থায়ী হিসাবগুলো চিনতে ও কোন সমস্যা হবে না। তাহলে ভাই অস্থায়ী হিসাব কি?

 অস্থায়ী হিসাবঃ হিসাবকাল শেষে সমাপনী দাখিলা/ জাবেদার মাধ্যমে যে হিসাবসমূহের জের শূন্য করা হয় বা বন্ধ করা হয় তাই অস্থায়ী হিসাব। যেমনঃ সকল প্রকার আয় হিসাব, বিপরীত আয় হিসাব, ব্যয় হিসাব, বিপরীত ব্যয় হিসাব, উত্তোলন ও লভ্যাংশ হিসাব। এই হিসাবগুলোর জের হিসাবকাল শেষে বন্ধ করা হয় বা শূন্য করা হয়। মনে রাখতে হবে যে, অস্থায়ী হিসাবকে সাময়িক হিসাবও বলা হয়ে থাকে।

অপরদিকে, আয় এবং ব্যয় হিসাবকে মুনাফাজাতীয় হিসাব এবং সনাতন পদ্ধতিতে নামিক হিসাবও বলা হয়। তাহলে যদি প্রশ্নে বলে হিসাবকাল শেষে কোন হিসাবের জের শূন্য হবে এবং অপশনে যদি থাকে নামিক বা মুনাফা জাতীয় হিসাব তাহলে কিন্তু এগুলো ও উত্তর হবে।

 

এবার একনজরে আমারা স্থায়ী হিসাব এবং অস্থায়ী হিসাবগুলো সম্পর্কে জেনে নেই-

স্থায়ী হিসাব

অস্থায়ী হিসাব

হিসাবকাল শেষে জের শূন্য করা হয় না / বন্ধ করা হয় না।

হিসাবকাল শেষে জের শূন্য করা হয়  / বন্ধ করা হয়।

সকল প্রকার সম্পদ, দায় এবং মালিকানা স্বত্ব

বিপরীত সম্পদ এবং বিপরীত দায় স্থায়ী হিসাবের উদহারণ।  

সকল প্রকার আয়, ব্যয়, উত্তোলন এবং লভ্যাংশ 

বিপরীত আয় এবং বিপরীত ব্যয় অস্থায়ী হিসাবের উদহারণ।  

 

 

এবার বলি কেন এত বকবক করলাম এই স্থায়ী এবং অস্থায়ী নিয়ে? তার কারণ হল এই বিষয়টা এতই এতই বেশি গুরুত্বপূর্ণ যে এইচ এস সি পরীক্ষায় এবং এডমিশন টেস্ট পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন পাবেনই। এই বছর সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন হয়েছে। এবং বিগত সালেও প্রতি বছর এখান থেকে একটা প্রশ্ন আসেই। তাই এবার গুরুত্বটা বুঝে নিয়ে খাতায় নোট করে রাখেন। তাহলে মাথায় না থাকলেও খাতায় থাকবে প্রয়োজনে দেখে নিতে পারবেন। আজ এই পর্যন্তই আবারো ২৪ তারিখের আগে দেখা হবে। ভালো থাকবেন সবাই।  

5 Comments | 559 Views

You must be logged in to comment on this post. Login or Register